হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি শেখ সাইফুল বারী সফু। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়। এডহক কমিটির অন্যান্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য মোঃ কওছার আলী, অভিভাবক সদস্য মোঃ রুহুল কুদ্দুস ও সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়। আগামী ৬ মাসের জন্য ৪ সদস্যের এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক বিষয় পরিচালনা করবেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।