শাহাদাত হোসেন /হাশেম আলী কালিগঞ্জ সাতক্ষীরা থেকেঃ কালিগঞ্জে পল্লীতে প্রতি হিংসায় বিষাক্ত কেমিক্যাল দিয়ে গাছ 'নিধন'র অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ফতেপুর গ্রামে ঘটেছে। বুধবার(৩০ জুন) সরেজমিনে দেখাগেছে, ফতেপুর গ্রামের আব্দুল হামিদ সরদারে ১'শ২০ টির অধিক সুপারির চারা বিষাক্ত কেমিক্যাল দিয়েছে। ভুক্তভোগী জমির মালিকের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন, আমি আমার জমিতে গত ৬ বছর আগে সুপারির চারা রোপন করি এবং আমি নিজেই তত্ত্বাবধান করে আসছি, কিন্তু স্থানীয় কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে অনেক আগের থেকে শত্রুতা করে আসছে। ঐসকল ব্যক্তিরা বিষাক্ত কেমিক্যাল দেওয়ায় ধীরে ধীরে গাছগুলি মারা যাচ্ছে। তাছাড়া আমার কাঁঠাল গাছে মুকুল থেকে ফল বড় হওয়ার সাথে সাথে বিষাক্ত কেমিক্যাল ছিটিয়ে দিয়েছে এরকারণে ফলগুলো নষ্ট হয়ে ঝরে পড়েছে ।এছাড়া এই কুচক্রী মহলটি প্রতিনিয়ত আমার ক্ষতি করে যাচ্ছে।এ বিষয়ে আমি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের জানিয়েছি তবে কোনো প্রতিকার পায়নি। এমতবস্থায় ভুক্তিভোগী জমির মালিক বিষাক্ত কেমিক্যাল দিয়ে গাছ নিধনকারী ব্যক্তিদের শাস্তির জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।