শাহাদাত হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আপনার এক ফোঁটা রক্তে বাঁচাতে পারে একটি জীবন তাই সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফতেপুর স্বেচ্ছায় রক্তদান সংগঠনের আয়োজক রিয়াজুল ইসলাম ডাবলু আয়োজনে ও যশোর আহাদ রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র এর সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ২০২১ অনুষ্ঠিত হয়েছে’।
শুক্রবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলমান এই কর্মসূচি থেকে ৪৬ ব্যাগ রক্ত সংগ্রহ হয় বলে জানান আয়োজক সংগঠকরা।
এ সময় উপস্থিত ছিলেন যশোর আহাদ রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্র এর মেডিকেল অফিসার ইনচার্জ ডাঃ কামরুল হাসান,ল্যাব টেকনিশিয়ান হাফিজুর রহমান,মেডিসিন টেকনোলজিস্ট গাজী সালাউদ্দিন,হিসাব সহকারী আব্দুল কাদের সুমন,সহকারি নার্স রিক্তা খাতুন।
জানা যায়, রক্তদান কর্মসূচি সবার জন্য উন্মুক্ত ছিল এতে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর স্কুলের সাবেক শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন।কর্মসূচিতে স্বেচ্ছায় দেওয়া রক্তের ব্যাগগুলো অসহায় দরিদ্র থ্যালাসেমিয়া হিমোসেনিয়া রোগীদের দেওয়ার জন্য রক্তদাতা সংগঠন যশোর আহাদ রেড ক্রিসেন্ট’ রক্তদান কেন্দ্র-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফতেপুর স্বেচ্ছায় রক্তদান আয়োজক কমিটির রিয়াজুল ইসলাম ডাবলু ও ফেরদৌস।
তিনি বলেন, ফতেপুর স্কুলে তৃতীয় পোগ্রাম হিসেবে আমরা মানুষের কল্যাণে অত্যন্ত জরুরি মনে করে রক্ত দান কর্মসূচির আয়োজন করি। প্রয়োজনের সময় এক ব্যাগ রক্ত জীবন-মরণের সেতু হয়ে দাঁড়ায়।তাই স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করতে আমাদের এই কর্মসূচি।’
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।