শাহাদাত হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরাঃকালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। বাজারের দোকান মালিক আব্দুর সামাদ কারিকর ও নুর ইসলাম কারিকরের বিরুদ্ধে দিনে দুপুরে রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ ও সরেজমিন সুত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা বাজার সড়কের পাশে সোমবার(১৯ সেপ্টেম্বর) বেলা ২টায় গাছ কাটার এ ঘটনা ঘটে। তবে গাছটি এলজিইডি ও জেলা পরিষদের গাছ কিনা বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বাজার কমিটির কর্মকর্তারা গাছ কাটার বিষয়ে অভিযুক্ত দুইজনের নিকট শোনাজানা করলে তারা দোষ স্বীকার করে। এদিকে
গাছ কাটার বিষয়ে নিয়ে সামাদ কারিকরসহ তাদের সাথে কথা হলে তারা স্বীকার করেন।
এ বিষয়ে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি ফোনটি রিসিভ করেননি।
এ ব্যাপারে দক্ষিণ শ্রীপুর (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে বলেন বাঁশতলা বাজারের গাছ কাঁটার বিষয়ে আমি কিছু জানিনা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।