হাসেম আলী /শাহাদাত হোসেন কালিগঞ্জ থেকে-
কালিগঞ্জ বিষ্ণুপুর দাসপাড়া সার্বজনীন যুব কমিটির আয়োজনে শুক্রবার সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ও ৫৬ -তম শ্রী শ্রী কৃষ্ণস্য রাস মেলা শেষ হয়েছে।শ্রী শ্রী কৃষ্ণস্য রাস মেলার সভাপতি বাবু গোবিন্দ দাসের সভাপতিত্বে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তারক দাস,সাধারণ সম্পাদক কালিদাস,সহ-সাধারণ সম্পাদক তাপস দাস, অর্থ সম্পাদক বিশ্বনাথ দাস, সহ অর্থ সম্পাদক বাবুল দাস, সাংগঠনিক সম্পাদক কমলাকান্ত দাস,প্রচার সম্পাদক তাপস দাস, দপ্তর সম্পাদক নিলমনি দাস, ও প্রমুখ । অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শত শত ভক্তদের অংশ গ্রহনের মধ্যদিয়ে প্রচলিত নিয়মানুযায়ী দাসপাড়া মন্দিরে ভক্তদের আগমন ঘটে ।এরপর প্রতি বছর বাংলা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায় এই রাস উৎসব পালিত হয়। রাস উৎসব উপলক্ষে চলে ৫দিনব্যাপী রাস মেলা। হাজার হাজার ভক্ত ও পুন্যার্থীদের পদভারে মন্দির অঙ্গন মুখরিত হয়। মেলায় দূরদূরান্ত থেকে শতশত নারী-পুরুষ ভক্ত-পূণ্যার্থী ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দের মেলায় আগমন ঘটে।বিনোদনের জন্য সংস্কৃতি অনুষ্ঠান ও ধর্মীয় কীর্ত্তনগান ছাড়াও হিন্দু ধর্মীয় বই-পুস্তক,শাঁখা-সিদুর, শঙ্খ, বালা, চুড়িসহ নানান পণ্যের পসরা সমৃদ্ধ দোকান মেলায় শোভা পেয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।