শাহাদাত হেসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ও নবযাত্রা প্রকল্পের আয়োজনে ১ দিন ব্যাপি যুব স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের হলরুমে বিষ্ণুপুর ইউনিয়নের ৫ টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডের ২০ জন যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সহ সহায়ক হিসাবে বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের কমিউনিটি দুর্যোগ ফ্যাসিলিটেটর অজয় কুমার সেন ও মুল সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের এ এস এস ও গোলাম দস্তগীর বকসী। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুব স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের দায়-দায়িত্ব সহ দুর্যোগ চক্র ও দুর্যোগ সংকেত সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।