শাহাদাত হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:পুজোর প্রদীপের আগুনে পুড়ে গেল বসত বাড়ির একাংশ।ঘটনাটি গত শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বেড়াখালি গ্রামের মৃনাল সরকারের বাড়িতে ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন,শুক্রবার রাতে ঘরের বেড়ার অংশে থেকে ধোঁয়া বের হতে দেখতে পায় সঙ্গে সঙ্গে আমরা স্থানীয়রা বেরিয়ে এসে বাইরে থেকে জল দিয়ে আগুন নিভিয়ে ফেলি কোনও হতাহত হয়নি। তবে কাঠের বেড়ার একাংশ পুড়ে গিয়েছে। এ বিষয়ে বাড়ির মালিক মৃনাল সরকারের কাছে জানতে চাইলে তিনি প্রতিনিধিকে বলেন প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় পুজো দেওয়া হয়।ঘরে আমার স্ত্রী সন্ধ্যায় পূজার সিংহাসনে পূজা দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখে পরে আমার পরিবারের সবাই গ্রামের এক পূজার অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানেই সংবাদ পেলাম আমার বসত ঘরে আগুন লেগেছে তবে প্রাথমিকভাবে অনুমান, করছি পুজোর সিংহাসনের প্রদীপ থেকেই আগুনের সূত্রপাত তবে জানালার পর্দায় এবং তারপরে একাংশ ঘরের কাঠের বেড়া আগুনে পুড়ে যায় স্থানীয় পাড়া-প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে ফেলে ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।