শাহাদাত শাহঃ কালিগঞ্জের বেড়াখালি নুরুজ্জামান মোড়ল (৩২) নামের এক মৎস্যচাষী গলায় রশি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে ।
তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামের আজিরুল মোড়লের ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার বেলা ১০ টায় বসতবাড়ির নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
এলাকাবাসী বলেন নুরুজ্জামান মোড়ল একজন মৎস্য চাষী ও কৃষি কাজ করতেন। স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনার জন্য এলাকার বিভিন্ন মানুষের নিকট হতে ঋণ গ্রহণ করিয়া ঘেরে মাছের চাষ করেছে গত কয়েক বছর।গত কয়েকদিন আগে অতিবৃষ্টির কারণে মাছের ঘের ডুবে ব্যাপক ক্ষতি হওয়ায় পরে থেকে কয়েকদিন যাবৎ নুরুজ্জামান মনসিকভাবে ভারসাম্যহীন ও হতাশা গ্রস্থ হয়ে পড়ে।সে আগের মত খাওয়া-দাওয়া করে না সব সময় মানসিক টেনসনে থাকতো এসব কারনে শুক্রবার বেলা দশটার দিকে সবার অজান্তে নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্মা করেন। স্থানীয়রা কালিগঞ্জ থানায় খবর দেয়া পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।থানার উপপরিদর্শক (এসআই)সেলিম রেজা,ও শিহাবসহ মাহবুবুর রহমান,ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।