শাহাদাত হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ
২০২০ -২১ অর্থবছরে গোপালগঞ্জ খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বারি গম/৩০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে ভাড়া শিমলা ইউনিয়নে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
খুলনা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জিএম এ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ)কৃষিবিদ কাজী আব্দুল মান্নান,ঢাকার প্রকল্প পরিচালক কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের ডঃ শাহ কামাল খান,ঢাকা পিডি, জিকেবিএসপিএডিপি আলমগীর বিশ্বাস, খুলনার প্রাক্তন অধ্যক্ষ কৃষিবিদ এস এম ফেরদৌস,খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি হাফিজুর রহমান,সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি নুরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার খন্দকার রবিউল ইসলাম,কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী,কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুোসেন ,উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ প্রমুখ।
মাঠ দিবসে ওই এলাকার চারশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ফসল গম জাত বারি গম -৩০ শের বৈশিষ্ট্য তাপ সহিষ্ণু নিয়ে আলোচনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন এলাকার চারশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।