শাকিল হোসেন,কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় ট্রেনে কাটা পড়ে ১ জন বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০বছর বলে ধারণা করা হচ্ছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় বৃদ্ধটি রেললাইনের পাশে হাঁটছিলেন।হঠাৎ করেই ট্রেন চলে আসলে তিনি রেললাইনের ওপর পড়ে যান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই সেতাফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।