মোঃ আলাউদ্দীন,কৃষ্ণনগর(কালিগঞ্জ)প্রতিনিধিঃকালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে সৃজনশীল কোচিং সেন্টারে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে কৃষাণ মজদুর হাইস্কুলে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষাণ মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজান কবীর শান্তর সঞ্চালনায় ও কোচিং সেন্টারের সভাপতি ডা: সুশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষান মজদুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষান মজদুর হাইস্কুলের সহকারী শিক্ষক বাবু দেবদাশ কুমার, মাওলানা জুবাইর ইসলাম, আশাফুল ইসলাম, কোচিং এর পরিচালক টি এম আল মামুন, শিক্ষক ফেরদাউস হোসেন, আব্দুস সামাদ সরদার।
অভিভাবক উৎপল অধিকারী তার বক্তব্যে বলেন, দুর্বল ছাত্র-ছাত্রীদের আলাদা করে যত্ন নেওয়া উচিত, এতে তারা দ্রুত অগ্রগতি লাভ করবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও অভিভাবক-শিক্ষক যোগাযোগ বৃদ্ধি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় উপস্থিত ছিলেন সকল শ্রেণীর অভিভাবক ও ছাত্র-ছাত্রী প্রমুখ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।