নিজিস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৪ ও পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে রবিবার সকাল ১০টায় অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের নবনির্মিত ছয়টি ভৌত অবকাঠামো বিসিজি স্টেশন কুতুবদিয়া, মহেশখালী, মিরসরাই, সন্দ্বীপ, নিদ্রাসকিনা ও বিসিজি আউটপোস্ট শাহপরী ভার্চুয়ালি উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ড পদক ১০ জন, সেবা পদক ১০ জন, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ১০ জন এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক ১০ জনসহ ৪০ জনকে প্রদান করেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।