মোঃ আছাদুজ্জামান
আবার বাড়লো ছুটির মেয়াদ,
এটাই কি বাস্তবতা নাকি ফাঁদ?
চলছে গার্মেন্টস, চলছে নির্বাচন
তবে শিক্ষায় এ কেমন প্রহসন?
বাড়ছে প্রবৃদ্ধি জীবনযাত্রার মান,
ছাত্র-ছাত্রীদের জীবনে শুধুই ফান।
চলছে বিসিএস,কারিগরি সব পরীক্ষা
তবুও প্রতিষ্ঠান খোলা কেন প্রতীক্ষা?
সকল জাতির শিক্ষাই হচ্ছে বিবেক,
জাতির জন্য সরকারের কত আবেগ!
বিশেষজ্ঞদের পরামর্শে জলাঞ্জলি,
ভিন্ন পথে হাঁটছে সব কৌশলী।
দিন দিন বাড়ছে জট আর বেকার,
আর কত!শিক্ষা প্রতিষ্ঠানে হাহাকার।
লেখক : কবি ও সাংবাদিক: মোঃ আছাদুজ্জামান
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।