মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, যেখানে মজলুম সেখানে বাজপাখির মত উড়াল দিয়ে আসার চেষ্টা করব।
কারণ আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে। এটি হচ্ছে মর্যাদার লড়াই। এই লড়াইয়ে আমরা বিজয়ী হলে আল্লাহতায়ালা বাংলাদেশের জনগণকে একটা মানবিক বাংলাদেশ দিবে। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আপোষহীন সংগ্রাম এবং লড়াই অব্যাহত থাকবে।
সোমবার (৩ জানুয়ারি) রাত ৮টার সময় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ঐ দিন রাতে পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূ পারুল আক্তারের বাড়ি পরিদর্শনে যাওয়ার সময় পথ সভায় তিনি এসব কথা বলেন। সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামী এই পথ সভার আয়োজন করেন।
সুবর্ণচরে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১৮সালে মানুষ রুপি কিছু পশু এখানে ধানেরশীষে ভোট দেওয়ায় বড় ধরনের অপকর্ম করেছে। সেদিন দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। এখানে যা হয়েছে,এ রকম নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশে কম আছে।
তিনি বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। কেউ যদি অহংকারবোধ দেখায়, আল্লাহতালা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের কাছে জীবনের থেকে বেশি। কিন্তু পশুরা সেটা বুঝল না। তারা পশুর চেয়ে ও খারাপ। মানুষের বিবেকের আদালত হলো পৃথিবীর শ্রেষ্ট আদালত।
ডাঃ শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গিয়ে আমরা মানুষের ওপর লাঠি ঘুরাবোনা। ক্ষমতার গরম দেখাবোনা, নিজের কপাল অবৈধ ভাবে বড় করার চেষ্টা করবনা। এটা আমাদের ইচ্ছা নই। আল্লার ভয়ে এবং ভালোবাসার জায়গা থেকে যে মানুষটা মানুষের কাছে শ্রদ্ধার উপযুক্ত, সে শ্রদ্ধা পাবে, আর যে ভালোবাসা পাওয়ার যোগ্য সে ভালোবাসা পাবে। যেখানে মজলুম থাকবে সেখানে আমরা বাজপাখির মত গিয়ে হাজির হব।
এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী জামাল উল্যাহ মুকুল, চর জুবলি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হেলাল উদ্দিন, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দিদারউল আলম প্রমূখ। এর আগে ডাঃ শফিকুর রহমান ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগন্জ ও কবিরহাট হয়ে সুবর্ণচরে যান।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।