সিরাজুল ইসলাম কলকাতা থেকেঃ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে বুধবার ২০২৩ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হল। ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ সেই খসড়া ভোটার তালিকায় গত বছরের তুলনায় এ রাজ্যে ১২ হাজারের বেশি ভোটার সংখ্যা কমে গেল।
কমিশনের একটি সূত্র জানাচ্ছে, নতুন ভোটারের নাম সংযোজন এবং মৃতদের নাম বাদ দেওয়ায় পাশাপাশি ছাঁটাই হয়েছে বেশ কিছু ভূতুড়ে ভোটারের নামও। সে কারণেই মোট ভোটারের সংখ্যা কমেছে। কমিশন জানাচ্ছে, ২০২২ সালের জানুয়ারিতে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী এ রাজ্যের ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০। ২০২৩ সালের জন্য তৈরি খসড়া তালিকায় ১২ হাজার ৫৭৭ কমে হয়েছে ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।