ইয়াসির আরাফাত মিলন,শ্যামনগর সাতক্ষীরা:সাতক্ষীরার শ্যামনগরে খাবার পানির চাহিদা মেটাতে নকিপুর ড্রিংকিং ওয়াটার এর উদ্বোধন হয়েছে। ২৮ এপ্রিল বুধবার বিকাল ৫টায় পানির প্লান্টটি উদ্বোধন হয়।
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগর লবণাক্ত পানির কারণে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। তরুণ উদ্যোক্তা নকিপুর ড্রিংকিং ওয়াটার এর স্বত্বাধিকারী মোঃ হাসান মানুষের খাওয়ার পানির চাহিদা মিটাতে আমার ওয়াটার এন্ড টেকনোলজির সহযোগিতায় কয়েক লক্ষ টাকা ব্যায়ে পানির প্লান্ট বসান। বুধবার বিকালে
নকিপুর মধ্যপাড়া শীতলাতলা মাঠে আলোচনা শেষে পানির প্লান্ট উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি ও শ্যামনগর সদর চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু। উপস্থিত ছিলেন, নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আকবর কবির, চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, নকিবুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিত দাশ, বাংলাদেশ কৃষকলীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মনজুর এলাহী, দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ কামরুল ইসলাম,শিক্ষক রনজিত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধক জহুরুল হায়দার বাবু বলেন উপজেলা সদরে নকিপুরে খাওয়ার পানির চাহিদা মেটাতে নকিপুর ড্রিংকিং ওয়াটার নামই ও পানির প্ল্যান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।