এস.কে.আলীম,কপিলমুনি খুলনা: খাদ্য চাইনা, বস্ত্র চাইনা বৃদ্ধা মা সহ পরিবারের পাঁচজন সদস্যের মাথা গোঁজার ঠাইয়ের জন্য শুধুমাত্র একটি ঘর চাই। শনিবার সকালে কপিলমুনিতে এক সংবাদ সম্মেলনে হরিঢালী ইউপির দক্ষিন সোনাতনকাঠী গ্রামের ভূমিহীন সঞ্জয় দাশ উপরোক্ত কথা বলেন। লিখিত সংবাদ সম্মেলনে সঞ্জয় জানান, পৈত্রিক সূত্রে ওই গ্রামে ৫ কাঠা জমিতে সে বসবাস করত। কিন্তু ২০০৩ সালে ছেলে নিউমোনিয়ায় আক্তান্ত হলে জমিটুকু বিক্রি করে চিকিৎসা ব্যয় নির্বাহ করা হয়। বর্তমান সে ভূমিহীন ও গৃহহীন হয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। পরিবারের ৫ জন সদস্য নিয়ে রাতে নিদ্রাযাপনের কষ্টের বর্ননা দিতে গিয়ে কেঁদে ফেললেন দলিত সম্প্রদায়ের এই ভূমিহীন গৃহহীন সঞ্জয় দাশ। একটু আশ্রয়ের জন্য সমাজের অনেকের কাছে ছুটেছেন কিন্তু কোথাও মেলিনি আশ্রয়। তাই শেষ ভরসা মুজিব বর্ষের আশ্রায়ন প্রকল্পের একটি ঘর।এজন্য মানবতার মা প্রধান মন্ত্রী সহ, স্থানীয় এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সদয় দৃষ্টি দানের আকুতি জানিয়েছেন সঞ্জয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।