বেগম খালেদা জিয়া এদেশের মাটি মানুষের নেত্রী, এটা তিনি বারবার প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন জেল খেটেছেন, কিন্তু এদেশ থেকে পালিয়ে যাননি।
নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার (৬ মে) রাজধানীর বনানীর শেরাটন হোটেলের সামনে বেগম খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূকে স্বাগত জানিয়ে অবস্থানকালে তিনি এ কথা বলেন। আজ মঙ্গলবার সাড়ে ১০টার দিকে বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমান।
কাদের গনি চৌধুরী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে নয়নের মণি, সবচেয়ে জনন্দিত নেত্রী হয়ে গেছেন। তিনি তার রাজনৈতিক জীবনে মানুষের জন্য কাজ করেছেন। বেগম জিয়া আর বাংলাদেশ মুদ্রার এপিঠ-ওপিঠ হয়ে গেছে।
ওয়ান ইলেভেনের সময় এই নেত্রীকে দেশ ছেড়ে চলে যেতে বলেছিল, কিন্তু তিনি মানুষের কথা চিন্তা করে দেশ ছেড়ে যাননি। বেগম জিয়া বলেছিলেন, ওই দেশ হচ্ছে আমার ঠিকানা, অন্য দেশে আমার ঠিকানা নেই, এই দেশ ছেড়ে আমি যাব না। অর্থাৎ এদেশ থেকে যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেছেন ঠিক তখন খালেদা জিয়া জনগণকে রেখে পালিয়ে যাননি।’ ‘ফ্যাসিস্ট হাসিনার সময়ও বেগম খালেদা জিয়া আপসহীন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, মৃত্যুর কাছাকাছি চলে গেছেন।
তারপরও তিনি দেশের জনগণকে ছেড়ে যাননি’, যোগ করেন কাদের গনি চৌধুরী। খালেদা জিয়া জনগণের নেত্রী, এটা তিনি বারবার প্রমাণ করেছেন মন্তব্য করে এই সাংবাদিক নেতা বলেন, দেশের মানুষও যখনই সুযোগ পেয়েছে, তখনই তারা প্রমাণ করছে বেগম জিয়াকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি পছন্দ করেন। আজকে যখন মৃত্যুর পথ থেকে সুস্থ হয়ে দেশনেত্রী ফিরে আসছেন, আবেগাপ্লুত লাখো মানুষের ঢল নেমেছে রাজপথে। আজ লাখ লাখ রোজ রাজপথে, কারণ তারা জানে এই নেত্রী আমাদের আস্থার ঠিকানা, এই নেত্রীই আমাদের জন্য কিছু করতে পারেন, এই নেত্রীই আমাদের ভালোবাসেন।
বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও রাজনীতিতে ফিরে আসবেন এবং ১৮ বছর যে আমরা ভোট দিতে পারিনি সেই ভোটাধিকার ফিরিয়ে আনবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।