মিলন গোলদার,তালা (উপজেলা) প্রতিনিধিঃবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন বলেছেন, ইতিহাস হারিয়ে যেতে দেওয়া যাবে না। ইতিহাস সামনে আনতে হবে, যাতে ভবিষ্যতে বীরের জন্ম হয় এ দেশে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ৫ আগস্ট যে বিজয় দেখেছে গোটা জাতি, দলমত নির্বিশেষে তা সবাইকে হৃদয়ে লালন করতে হবে।
গতকাল নগরীর শিববাড়ি মোড়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে খুলনা মহানগর ছাত্রশিবিরের 'জুলাই জাগরণ আলোকচিত্র প্রদর্শনী' আয়োজনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোকচিত্র প্রদর্শনী সোমবার (৪ আগস্ট) বিকাল ৫.৩০ মিনিট থেকে শুরু হয়ে রাত ১০টায় সমাপ্ত হয়। এই প্রদর্শনীর মাধ্যমে রক্তাক্ত জুলাই আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের গল্প, গণঅভ্যুত্থানের পরিণতি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্রদের সাহসী সংগ্রাম তুলে ধরা হয়।
আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা বলেন, আমরা আশা করি এই প্রদর্শনী দেশবাসীকে ৩৬ জুলাই আন্দোলনের ত্যাগ ও আত্মত্যাগের ইতিহাস পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। আগামীতে এই অনুপ্রেরণা নিয়ে আমরা যেন সব সময় সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি।
'জুলাই জাগরণ আলোকচিত্র প্রদর্শনী' অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মহানগর সেক্রেটারি রাকিব হাসান, অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমাদ সালেহীন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
এই আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক আন্দোলনের নেতা এবং ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।