মো:রাতুল মিয়া,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক জনাব কে.এম. আজমিরুজ্জামান, অফিসার ইনচার্জ সাদুল্লাপুর থানা গাইবান্ধার তত্ত্বাবধানে সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস দল এজাহারের ভিত্তিতে বাদীর লুণ্ঠিত টাকার মধ্যে ৫,৫০,০০০/- টাকা, অপরাধ কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল, ১টি ইজিবাইক ও ১টি চার্জার ভ্যান উদ্ধারসহ ডলার প্রতারক চক্রের মূলহোতা মোঃ শরিফুল ইসলাম(৩৮)পিতা-মৃতঃ গোলাম হোসেন, সাং-এনায়েতপুর, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধাকে গ্রেফতার করা হয়।
বাদী মোঃ নিজামুল হক (৫৪), পিতা-মৃত আলাউদ্দিন, নরসিংদী জানান, অনুমান গত ৩ মাস পূর্বে একজন অজ্ঞাতনামা মহিলা তাহার ব্যক্তিগত মোবাইলে ফোন করে বাদীর দুর্বলতায় দাদু-নাতির সম্পর্ক সৃষ্টি করে।
উক্ত মহিলা মোবাইল ফোনের মাধ্যমে তার দারিদ্রতার কথা বলে তার কাছে কিছু আমেরিকান ডলার আছে বলে তাকে দেওয়ার প্রস্তাব করে।
সেই সুবাদে বাদী ব্যবসায়িক কাজে গত ইং ১৩/০১/২০২৪ তারিখ রংপুর আসিলে উক্ত মহিলার অনুরোধক্রমে ধাপেরহাট এলাকায় আসলে উক্ত মহিলার প্রতিবেশী চাচাতো ভাই ইজিবাইক যোগে অজ্ঞাতনামা স্থানে তার বাড়ীতে নিয়ে যায়। খাওয়া দাওয়া করিয়ে উক্ত মহিলা ও তার পিতা হিসাবে পরিচয়দানকারী একজনকে পরিচয় করে দেয়।
একপর্যায়ে একটি কালো রঙের ব্যাগে করে আনুমানিক ১০০০ পিছ আমেরিকান ডলার তাকে দেখায় এবং বলে যে, এখানে ৮ হাজার ডলার আছে।
উক্ত মহিলার পিতা বলে যে, তারা গরিব মানুষ উক্ত ডলার কোথায় কি করব, এই ডলার গুলো বাদীকে নিয়ে তাদেরকে ৭ লক্ষ টাকা দিতে বলে।
বাদীর কাছে টাকা না থাকায় বাদী জানাবে বলে উক্ত তারিখে নরসিংদী চলে যায়। উক্ত মহিলা বিভিন্ন সময় ফোন করে তাকে আমেরিকান ডলারগুলো ক্রয় করার জন্য অনুনয় বিনয় করা সহ বিরক্ত করতে থাকে।
তাদের অনুরোধক্রমে গত ইং ০৬/০২/২০২৪ তারিখ দুপুর অনুমান ১২.৪০ ঘটিকার সময় ৬,৫০,০০০/-টাকা নিয়া বাদী তার মেয়ের জামাইসহ নরসিংদী হতে রংপুর বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম করে সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।