ডেস্ক রিপোর্ট: উপজেলার নাগরী ইউনিনের কালিকুঠি গ্রামে রোববার রাতে তাদের পিটিয়ে হতাহত করা হয় বলে কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক জানান।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে পিটুনিতে একজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত ব্যক্তির বয়স ৪২ বছর হতে পারে বলে জানালেও পুলিশ তার নাম-পরিচয় বলতে পারেনি।
ওসি মিজানুল এলাকাবাসীর বরাতে বলেন, রাত আড়াইটার দিকে কালিকুঠি গ্রামের আব্দুল বারেকের বাড়িতে গরুচোর আসে। বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী গিয়ে ছয়জনকে পিটুনি দেয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কমপ্লেক্সের চিকিৎসক লুবনা খানম বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের বয়স ২৮ থেকে ৩৬ বছরের মধ্যে। তাদের বাড়ি বগুড়া, নওগাঁ ও টাঙ্গাইলে।
ওসি মিজানুল বলেন, আহতরা সুস্থ হওয়ার পর কথা বলে নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হবে। আহতের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।