মমিনুল ইসলাম মুন,রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর গোদাগাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, সিপিসি-১ এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড় নারায়নপুর সউদি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
মো. মিলন হোসেন (৩০), পিতা মো. মোজাম্মেল হোসেন, গ্রাম ফ্যাত্তাপাড়া দুব্রামোড়, থানা দামকুড়া, জেলা রাজশাহী;
আলিম (২০), পিতা মো. আছির উদ্দিন, গ্রাম আমনুরা ভাবুক,
ও সাবিরুল (৩৭), পিতা মৃত ইকরামুল হোসেন, গ্রাম আমনুরা ধীনাগুড়; উভয়েই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বড় নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলসহ সকল প্রকার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।