মোঃ রাজিব হোসেন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের দৃষ্টান্ত স্থাপন করতে আয়োজিত হলো "নারী উদ্যোক্তা মেলা-২০২৫"।
মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলা পরিষদ মাঠে ৫ দিনব্যাপী এই মেলার উদ্বোধন হয়, যা আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা।
মেলার আনুষ্ঠানিক সূচনা করেন প্রভাষ চন্দ্র রায়, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), আর সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী এবং প্রশিক্ষণ কর্মকর্তা গোবিন্দ পাল।
মেলার সঞ্চালনা করেন বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষ চন্দ্র রায়, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে সফলতার শিখরে পৌঁছানোর অনুপ্রেরণা দেন। তিনি উল্লেখ করেন, “অধ্যবসায় এবং আন্তরিক প্রচেষ্টা যে কাউকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। ক্ষুদ্র উদ্যোগ থেকেই বড় সফলতার শুরু হয়। দেশের ও বিদেশের অনেক সফল ব্যক্তিত্বের জীবন সেই কথাই প্রমাণ করে।”
উদ্যোক্তাদের উৎসাহিত করতে তিনি ৫ জন নারী উদ্যোক্তাকে ভাতার চেক এবং ১৫ জন সফল উদ্যোক্তাকে সম্মানসূচক স্মারক প্রদান করেন।
মেলায় বিভিন্ন স্টলে নারী উদ্যোক্তারা তাদের সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন। স্থানীয় পর্যায়ে নারীদের সৃজনশীল উদ্যোগ ও ব্যবসায়িক প্রচেষ্টার এমন মেলবন্ধন উপজেলার নারীদের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
নারী উদ্যোক্তাদের এমন অগ্রযাত্রা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথপ্রদর্শক হয়ে থাকবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।