"প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার-রুখতে হবে স্বৈরাচার"
মোঃ বেল্লাল হোসেন নাঈম,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ মামুনের নির্দেশনা নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বুধবার (১লা সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় চাটখিলস্থ নোয়াখালী অডোটোরিয়ামে চাটখিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের সভাপতি গোলাম মোস্তফা সেলিমের সভাপতিত্বে নোয়াখালী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ সাবেক ছাত্রনেতা লেয়াকত হোসেন মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
জেলা বিএনপি সদস্য ও পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আহছানুল হক মাসুদ, চাটখিল উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম কিরণ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও চাটখিল সরকারী কলেজের সাবেক জিএস ফরিদ আহমেদ (জিএস ফরিদ)।
আরো বক্তব্য রাখেন, বিএনপির নেতা
বেলায়েত হোসেন বেল্লাল, জেলা যুবদল সহ সভাপতি হারুনর রশীদ হারিছ, উপজেলা যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন শামীম, জেলা স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি বেলায়েত হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক প্রমূখ।
বক্তারা বলেন, মেজর জেনারেল জিয়াউর রহমানকে নিয়ে যারা বাজে মন্তব্য করেন, তারা অতীতকে ভুলে গেছেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারক, জিয়া মানে ট্রিকশই অর্থনীতি, সার্কের স্বপ্নদ্রষ্টা, বহির্বিশ্বে বাংলাদেশ কে সমৃদ্ধ করেছে।
মামুনুর রশিদ মামুন সব সময় বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশে থাকবে, অতীতেও হামলা মামলায় অসহায় মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।
৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষকদলের নেতা সিরাজুল ইসলাম সেলিম, সিরাজুল ইসলাম, নুর নবী কমিশনার, হারুনুর রশিদ, বজলুর রশীদ মাসুদ, জহিরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, ইমরান হোসেন কিরন, সুমন আহমেদ সুমন, মোস্তাফিজুর রহমান, মাকসুদুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, আজাদ পালোয়ান, সাইফুল ইসলাম রনি মিজি, ফরিদ খান, অশ্রু বিন্দু পাটোয়ারী, মনিরুজ্জামান, রাজু, যুবনেতা ফরিদ, জাকির হোসেন, মামুন হোসেন মামুন, আসিফ হোসেন আসিফসহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নোয়াখালীর (চাটখিল-সোনাইমুড়ী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মামুনুর রশিদ মামুনের নির্দেশনা ঢাকাস্থ চাটখিল উপজেলা জিয়া ঐক্য ফোরামের সভাপতি গোলাম মোস্তফা সেলিম উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে বিএনপির জম্মদিন পালন করা হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানের ২য় পর্বে মাস্ক ও হ্যান্ড সেনেটারাইজ বিতরন এবং করোনা হেল্প সেল গঠন উদ্বোধন করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।