চাইতে এসেছি ভোট আমরা
ধানে কিংবা পাটে ,
তাই বলে কি লাশ ফেলবি
তোরা রাস্তা ঘাটে ।
ভোট চাইবে দাঁড়িপাল্লায়
আরও বক কিংবা কাকে,
তাই বলে কি রক্ত ঝরাবি
সামনে পাবি যাকে ।
ভোট চাইবে শাপলা প্রতীক
আরও গোলাপ জবা ,
রক্ত ঝরালে রক্ত ঝরবে
হিসাব নেবে কে-বা ?
হিংসার রাজনীতি বন্ধ করে
মানুষ হও সবার আগে ,
এমপি মন্ত্রীতে কাজ হবেনা
হিসাব যাঁর যাঁর ভাগে ।
রাজনীতির জীবন মানে
ন্যায় নিষ্ঠার পথ ,
রাজনীতির খেলা মানে
জনগণের মতামত ।
জনগণের মতামতকে সমর্থনে
সার্বজনীন মঙ্গলের সাথে,
মানবাধিকার বজায় রাখতে
এগোতে হবে একসাথে ।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।