শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা )প্রতিনিধি: খুলনার পাইকগাছা-কয়রায় ঈদ ও ঈদ পরবর্তি ১৭ টি ইউনিয়নের দলীয় নেতা কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সভাপতি ও সম্পদকদের মাঝে ঈদ শুভেচ্ছা ও শাড়ী,লুঙ্গী,পাঞ্জাবি ও ফতোয়া উপহার দেয়া হয়েছে। খুলনা-৬ মানীয় সংসদ সদস্য তারুণ্যের অহংকার, যুবনেতৃত্ব আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু নিজ অর্থায়নে এসব সমগ্রী প্রদান করেন। সোমবার একান্ত এক সাক্ষাৎকারে এমপি বাবু বলেন আমি পাইকগাছা ও কয়রা মানুষের পাশে সেই শৈশবকাল থেকে আছি। আর এ এলাকার ভালবাসায় আল্লাহর অশেষ কৃপয় ও জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হানিনার সু-নজরের কারনে আজ সংসদ সদস্য হিসেবে জনসেবার কাজ করে যাচ্ছি। আমি আমার জীব যৌবন এলাকার মানুষের জন্য নিয়োজিত করেছি।
আমি এমপি হতে চাইনা আমি আপনাদের সেবক হিসাবে থাকতে চাই। তিনি পাইকগাছা-কয়রা উন্নয়নের তুলেধরে বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতিরজনক শেখ মুজিবুর রহমানের সু যোগ্য উত্তরসুরি মানবতার মা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যখন উন্নয়নের মহসড়কে এগিয়ে চলেছে ঠিক সেই মুহুর্তে তারই দিক নির্দেশনায় গ্রামকে শহরের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আঠার মাইল থেকে কয়রার প্রধান সড়ক সরলী করণ,কয়রায় পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন মুলক ফিরিস্তির বর্ণনা দেন। তিনি আরো বলেন অমি এ জনপদের একজন সেবক হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পাইকগাছা-কয়রাকে মডেল হিসাবে গড়ে তোলার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। জানিনা কতটু উন্নয়ন করতে পেরেছি?
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।