মোঃ ইমাম আজম আশিক : শ্যামনগর উপজেলার ১০ নম্বর আটুলিয়া ইউনিয়নে অবস্থিত নওয়াবেকী বাজার ।শ্যামনগর উপজেলার মধ্যে সব কয়টি বাজারে মধ্যে নওয়াবেকী বাজার এর অবস্থান অনেক বেশী।আর প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে তাদের কাজকর্ম করতে। শ্যামনগর উপজেলার ভিতর নওয়াবেকী বাজার ব্যবসায়ী দিক থেকে অন্যতম। শ্যামনগর টু নওয়াবেকি রাস্তার মধ্যে রয়েছে দুইটা কলেজ একটা গার্লস স্কুল একটা প্রাইমারি স্কুল। প্রতিনিয়ত রাস্তা দিয়ে যাওয়া-আসা করে হাজার হাজার জনগণ। কিন্তু কাছের ব্রিজ স্থানে ব্রীজ নষ্ট হওয়ায় নতুন ব্রিজের কাজ চলমান কারণে বিকল্প রাস্তা ব্যবস্থা করা হয়। কিন্তু রাস্তার অবস্থা বেহাল দশা। যার কারণে প্রতিনিয়ত পড়তে হয় জনদুর্ভোগের সম্মুখীন। একটু সমস্যা হলে বেধে যাচ্ছে যানজট মাঝেমধ্যে অ্যাক্সিডেন্টে হয় মর্মান্তিক পর্যায় পর্যন্ত। বিকল্প রাস্তাটি সুন্দরভাবে না করার কারণে প্রতিনিয়ত জনসাধারণ মানুষ তাদের কর্মস্থানে সময় মত যেতে পারছে না। প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়া-আসা করে প্রায় পাঁচশ থেকে আটশ ছোট-বড় ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।