শাহাদাত হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃজনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত জনকল্যানে কাজ করতে হবে। নির্বাচনের পূর্বে আপনার কর্মী বা সমর্থক ছিলো কিন্ত আপনি এখন সকল জনগনের চেয়ারম্যান। এটাই ভেবে আগামীতে পথ চলবেন তাহলে ইউনিয়নে শান্তি বিরাজ থাকবে বলে আমি মনে করি। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে নব নির্বচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সুজন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চেয়ারম্যান সাফিয়া পারভীন, চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও চেয়ারম্যান আলিম আল রাজী টোকন। সুজন কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাঃ নিয়াজ কওছার তুহিন,। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি জাফরুল্লাহ ইব্রাহিম, সুজন'র পিএফজির এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, এ্যাম্বাসেডর মাহফুজা খানম খুকু, সাবেক এ্যাম্বাসেডর ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সুজন সদস্য এসএম আহমমাদ উল্যাহ বাচ্ছু, প্রভাষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ। এসময় নব নির্বাচিত চেয়ারম্যানদের সুজন ও পিএফজি এর পক্ষ থেকে উত্তরিয়, ব্যাজ ও ফুলেল শুভেচ্ছায় সন্মানিত করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।