ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশেল আহমেদ অনি (৩৫) জামিনে বেরিয়ে হয়ে জেলগেট থেকে আবার আটক হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ময়মনসিংহে ডিসি বাংলো ভাঙচুর, শহীদ সাগর হত্যা মামলা, বিএনপি অফিস এবং দলটির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের বাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় নিম্ন আদালত এবং সর্বশেষ গত ২৫ মে উচ্চ আদালত থেকে অপর মামলায় জামিন পান তিনি।
অনির বড় ভাই নওফেল আহমেদ অমি এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সব মামলায় জামিন লাভের পর কারা ফটক থেকে অনিকে আবার আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে থানা-পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বার্তা বাজারকে বলেন, রাষ্ট্রবিরোধী এবং আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঠেকাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেতা এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর ঢাকায় মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।