মোঃ আল আমিন,গাজী প্রতিনিধি:ভামিয়া ও বনবিবি তলা সিসিআরসি ও ইয়ুথ গ্রুপের সমন্বয়ে সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের সার্বিক সহযোগিতায় (২৪শে জুন) সোমবার সকাল ১১ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে জীবাশ্ম জ্বালানি নয়, নবায়নযোগ্য শক্তির জয়, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাইকেল র্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালি ও মানববন্ধন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হয়ে আড়পাঙ্গাসিয়া মোড় পর্যন্ত যেয়ে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে র্যালি শেষ হয়। র্যালি শেষে প্রতিপাদ্য বিষয়ের উপরে আলোকপাত করা হয়। বর্তমান বিশ্বে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির বেশি ব্যবহার উপর জোর দিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, স্টেপ এন্ড বিল্ড ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তাপস সরকার, কোয়ালিশন প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু, সি পি আর পি প্রকল্পের হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আরিফ খান, মাঠ সংগঠক মিস দিল আফরোজ, থারম্যান আতিয়ারা। এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সচিব রিয়াজুল ইসলাম তার বক্তৃতায় তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি বেশি ব্যবহার করার জন্য তরুণদের কি উদ্বুদ্ধ করেন। উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস বর্তমান বিশ্বকে বাসযোগ্য করার জন্য নবায়নযোগ্য শক্তি প্রতি তরুণদের উদ্বুদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান, ভামিয়া ইয়ুথ গ্রুপের সভাপতি ইমাম হোসেন নবায়নযোগ্য শক্তি সৌর বিদ্যুৎ , বায়োগ্যাস, ব্যবহারের জন্য সকলকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও চলাচলের জন্য সাইকেল ব্যবহারের প্রতি গুরুত্ব দেন। বনবিবিতলা সিসিআরসির ক্যাশিয়ার হাফিজুর রহমান গাছ লাগান ও সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর জন্য সকলকে আহ্বান জানান। র্যালি ও মানববন্ধন কর্মসূচি টি সঞ্চালনায় ছিলেন জগদীশ সরদার।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।