নিজস্ব প্রতিনিধিঃ জুলাই ঘোষণাপত্রের খসড় চূড়ান্ত করেছে অর্ন্তবর্তী সরকার। আগামী ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্র। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট বিকাল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।
অবিলম্বে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।