নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশপাশি কথা রাখায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদও জানিয়েছে দলটি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ইসিতে চিঠি দেয়ার ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে দ্যোদুল্যমানতা কেটে যাবে। এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোনও অনিশ্চয়তা থাকবে না। এ সময় আগামী দিনে নির্বাচনের পরিবেশের জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ মানতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানের যথাযোগ্য জায়গায় সেটি স্থাপন করা হবে। পাশাপাশি জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেয়ায় আমরা খুশি। এটি আমাদের প্রাণের দাবি ছিল। আহত ও ক্ষতিগ্রস্তদের আইনি ও রাষ্ট্রীয় সহযোগিতার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে।
এ সময় ঐক্যমতের ভিত্তিতে খুব শিগগিরই জুলাই সনদ স্বাক্ষরিত হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এদিকে, আজকের ভাষণে ছাব্বিশের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।
এর আগে, মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।