মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কারাবন্দী লেখক মুশতাক হত্যা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশি বাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদলের নেতা কর্মীরা ।
সোমবার (১ মার্চ) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন বাসট্যান্ডে ছাত্রদলের নেতা কর্মীরা সমবেত হয়। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্ব পুর্ণ সড়ক প্রদক্ষিন করে বিশ্বাস বেতকা গোডাউন বাজারের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সামাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাফা কামাল, সহ-সম্পাদক হাফিজুর রহমান তুহিন, ক্রিড়া সম্পাদক রাশেদ খান সোহাগ, স্কুল বিষয়ক সম্পাদক মীর মাজেদুর রহমান সজিব, সদর থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক সাজ্জাত কবির সুমন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক দুর্জয় হোড় শুভ, পাঠাগার সম্পাদক তানভীর হাসান শাহীন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক সুমন বাপ্পি, দপ্ত সম্পাদক সাহাদত হোসেন বিদ্যুৎ, সদর থানা ছাত্রদলের সহ-সভাপতি জাহিদ হোসেন, তানভীর হাসান রুবেল, জেলা ছাত্রদলের সদস্য সোহান, মো. রাকিব হোসেনসহ ছত্রদলের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।