শাহাদাত হোসেনঃমঙ্গলবার (২৭ জুলাই) বিকাল থেকে টানা বৃষ্টি করনে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট ও নিচু এলাকা ঘরবাড়ি তলিয়ে গেছে।সেই সঙ্গে তলিয়ে একাকার হয়ে গেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চিংড়ির ঘের সহ দক্ষিণ শ্রীপুর বিষ্ণুপুর ও চাম্পাফুল ইউনিয়নের গৌবরা খালির বিলের হাজার হাজার মৎস্য চাষীদের চিংড়ি ঘের।ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়ি ও সাদা মাছ। এতে চরম ক্ষতির মুখে পড়েছে স্থানীয় চিংড়ি চাষিরা।শুক্ররার সরেজমিন দেখা গেছে, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এর ফতেপুর স্কুলের সমনে রাস্তা পানিতে তলিয়ে রয়েছে।বাড়িঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে পুকুর ফসলি জমি মৎস্য ঘের তলিয়ে গেছে এতে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা।অনেকের রান্নাও বন্ধ হয়ে গেছে টানা বৃষ্টিতে উপজেলার ফতেপুর,নৌবাসপুর,বিষ্ণুপুর,সোনাতলা, বেড়াখালি,পাড়পাড়া সহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম তলিয়ে জলাবদ্ধতায় এক রকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।পানি নিষ্কাশনের খালগুলো অবৈধ দখলদারা বাঁশের পাঠা নেট জাল দিয়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে। দ্রুত এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার মৎস্য চাষীরা
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।