সুব্রত দাশ :
টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয়ের কার্যক্রমের স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত।
রবিবার (২৭ এপ্রিল) নগরের টাইগারপাসস্থ নগর ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এই সময় মেয়র ডা. শাহাদাত বলেন, নির্ধারিত দামে সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নগরবাসীর সুবিধার্থে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাধ্যমে নির্দিষ্ট কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে।
উল্লেখ্য প্রথম ধাপে ৪১টি ওয়ার্ডের ৫,২৬৯টি কার্ড ওয়ার্ড সচিবদের মাঝে বিতরণ করা হয়। ধাপে ধাপে ৩ লাখ ৯৬৩ জনের মাঝে কার্ড বিতরণ করা হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।