মোঃ রাজিব হোসেন,জেলা প্রতিনিধি,মানিকগঞ্জঃমানিকগঞ্জে ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফজলুল করিম শামীম (৩৫) নামে এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফ্রান্স শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা যুবদলের একজন কর্মী।
সোমবার (১৭ মার্চ) সকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ।
পুলিশ জানায়, রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে শামীমের বাগবিতণ্ডা হয়। কনস্টেবল শাহীন তাকে ওয়ান-ওয়ে সড়কের নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার হুমকি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম প্রকাশ্যে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন। পরে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও তিনি অশালীন আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাকে আটক করে থানায় নেয়।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির জানান, শামীম যুবদলের কোনো নেতা নন, তিনি শুধু একজন সাধারণ কর্মী।
তবে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, শামীম ফ্রান্স শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। ঘটনাটি মূলত ভুল বোঝাবুঝি থেকে ঘটেছে। দলীয়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (এডমিন) আব্দুল হামিদ জানান, শহীদ রফিক সড়কটি ওয়ান-ওয়ে করা হয়েছে যানজট নিরসনের জন্য। শামীম নিয়ম ভেঙে রিকশা নিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশ বাধা দেয়, যা থেকে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই ট্রাফিককে হুমকি দেন। মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, পুলিশের কাজে বাধা প্রদান এবং খারাপ আচরণের অভিযোগে শামীমের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।