জি এম নূরুন্নবী হাসানঃ আজ ৬ই ডিসেম্বর থেকে আগামী ১০ ই ডিসেম্বর পর্যন্ত ৩৬ নং আড়পাঙ্গাশিয়া স্কুলে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন ডিআরআরএ এর সিসিডিআইডিআরএম প্রকল্পের আয়োজনে ও সিবিএম এর অর্থায়নে স্নায়ুবিকাশ জনিত প্রতিবন্ধী ব্যাক্তি ও পরিবার এর সদস্যদের জন্য চাহিদা অনুযায়ী ব্যবসায়ী উদ্যোগের ধারনা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন এর ২০ জন স্নায়ুবিকাশজনিত প্রতিবন্ধী ব্যাক্তি ও তাদের অবিভাবকরা অংশগ্রহণ করেন।
আয়োজনের প্রথম দিনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বিভিন্ন ট্রেইট বিষয়ে আলোচনা করেন শাহানা আক্তার, ট্রেইট ট্রেনার, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, শ্যামনগর, সাতক্ষীরা।
ডিআরআরএ থেকে প্রকল্প সমন্বয়কারী সায়েলাতুল হক প্রকল্পের ব্যবসায় উদ্যোগে প্রতিবন্ধী ব্যাক্তি ও তার অবিভাবকদের জন্য বিভিন্ন ট্রেইট এবং তাতে প্রকল্প থেকে সহায়তার সম্ভাবনা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেন এবং ট্রেইট নির্বাচনে ধারণা দেন। এসময় ডিআরআরএ থেকে ছিলেন এ্যাডভোকেসী অফিসার আলমগীর হোসেন, কমিউনিটি ভলেন্টিয়ার সোনালি রানী,বিপুল মন্ডল,প্রদীপ মন্ডল,স্বপন সরদার,মৃনাল কান্তি প্রমুখ।অনুষ্ঠানটিতে সার্বিকভাবে সহযোগিতা করেন ফিল্ড কো-অর্ডিনেটর রামপ্রসাদ মিস্ত্রী ও জি এম নূরুন্নবী হাসান।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।