ইমরান হোসেন,তালাঃ
সাতক্ষীরার তালায় বে-সরকারী উন্নয়ন সংগঠন “ মুক্তি ফাউন্ডেশন” এর উদ্যোগে সংগঠনের উপকার ভোগীদের উৎপাদিত পণ্যর প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুক্তি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, তালা প্রেক্লাবের সভাপতি এম এ হাকিম প্রমুখ।
মেলায় উপকার ভোগীরা নিজেদের তৈরী ঘি, সরিষার তৈল, হলুদ গুড়া, চটের ব্যাগ, সপিং ব্যাগ সহ বিভিন্ন উপকরণ স্টলে সুলভ মূল্যে বিক্রয় করছেন। এসময় বিভিন্ন অঞ্চল থেকে উপকার ভোগী ও দর্শনার্থীর ভিড় করতে দেখা যায়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।