তালা,সাতক্ষীরা প্রতিনিধিঃ তালায় জাতীয়পার্টির আয়োজনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৫ ই (নভেম্বর) বিকেলে চারটার সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত এর বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলার জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের এর সভাপতিত্বে ও জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির তালা উপজেলা সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন ও সাবেক ইউপি সদস্য মারফাতি ফকির আব্দুর রহিম খাঁ বুধো। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক এস.এম. জাহাঙ্গীর হাসান,জাতীয় পার্টির তেঁতুলিয়ার ইউনিয়নের সভাপতি এ্যাড, জিজ্জুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল হাসান আলী।
জাতীয় যুব সংহতির (ভারপ্রাপ্ত) সভাপতি এস. এম. তকিম উদ্দীন,উপজেলা যুব সংহতির সহ সভাপতি কাজী আসাদ সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম।সহ সভাপতি আব্দুল মান্নান,
সহ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো: লিটন হুসাইন, সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের যুগ্ন সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু তালা উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী। ছাত্রসমাজের নেতা ফয়ছাল হোসেন।যুব সংহতির নেতা কামরুল ইসলাম, ইউনুছ আলী মোড়ল। ছয় নম্বর ওয়ার্ডের জাপার সাধারণ সম্পাদক রহমত গোলদার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা বিশ্বাস, কৃষক পার্টির সভাপতি বারিক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মান্নান শেষ। তরুণ পার্টির নেতা সুমন সরদার। সহ ১২ ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় তালা কলারোয়া আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্য বদ্ধ ভাবে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেন। সভা শেষে সাবেক সেনা কর্মকর্তা কামরুজ্জামান সরদারের ও শেখ মুসাফির ইসলাম এর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মীরা,জাতীয় পার্টি ও জাতীয় ছাত্রসমাজে সাবেক যোগদান করেন। যোগদান শেষে দলীয় নেতা কর্মীরা তাদের কে স্বাগত জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এছাড়াও উপজেলা ব্যাপী জাতীয় পার্টির নানা কর্মসূচির ঘোষণা করা হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।