তালা প্রতিনিধিঃসাতক্ষীরার তালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগষ্ট) সকালে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।
আলো প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিত দাশের সঞ্চালনায় সভায় দুর্যোগের কারন, ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী ও দুর্যোগের ক্ষতি থেকে প্রতিকার বিষয়ে সভায় বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, ইউপি সচিব
ইউপি সদস্য বাইজিত হোসেন, মফিজুল ইসলাম, আলো প্রকল্পের মিল অফিসার সাহিদ আলম প্রমুখ।
সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায়- দুর্যোগ কি, তালা সদর ইউনিয়নে দুর্যোগ প্রবণ এলাকা চিহ্নিতকরন ও দুর্যোগের ক্ষয়-ক্ষতি মোকাবেলা করার উপর আলাচনা অনুষ্ঠিত হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।