রাবেয়া,উপকূল প্রতিনিধি।। বীগত তিনমাস সুন্দরবনে প্রবেশ করাও বনজদ্রব আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পর ১লা সেপ্টেম্বর বুধবার থেকে সুন্দরবনের কাঁকড়া ও মাছ আহরণ কারী জেলে ও সুন্দরবন ভ্রমন প্রর্যটক বাহী ট্রলার সুন্দরবনে প্রবেশের পাশ পেয়েছে বনবিভাগ থেকে। বুড়িগোয়ালিনী এলাকার কাঁকড়া আহরণকারী অহেদ গাজী বলেন তিন মাস সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে না জেতে পেরে খুব কষ্ঠে দিন কাটাতে হয়েছে তবে আজ পাশ পেয়ে সুন্দরবনে যেতে পারছি সে জন্য খুব ভাল লাগছে।
বুধবার সকাল থেকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কার্যলয় থেকে নিজ নিজ জেলে এসে তার নামিয় পাশ নিচ্ছে।
বুড়িগোয়ালিনী এলাকার কাঁকড়া আহরণ জেলে আমিরুল,আব্দুল হাকিম, মোস্তাক গাজী, সহ অনেকে জানান আমারা আজ পাশ পেয়ে মহা খূশি।
পাশ দেওয়ার বিষয় কোন প্রকার দালাল বা প্রভাবশালীদের রশানলে পড়তে হচ্ছে কিনা জেলেদের বিষয় বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদের কাছে জানতে চাইল তিনি বলেন কোন প্রকার দালাল ছাড়া আজ পাশ পেয়েছে জেলেরা।
তবে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে জেলেদের মাঝে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।