চৈতালী দাসমজুমদার
হাসি মুখে দুঃক্ষ চেপে
থাকি সবার পাশে,
সময় গেলে আমার কষ্টে
কেউ আসে না পাশে।
একলা থেকে অশান্তিতে
জ্বালা কতো বুকে,
ভাবছে সবাই হয়তো আমি
আছি অনেক সুখে।
একলা নদী বয়ে চলে
দেখি আপন মনে,
কালো মেঘে ছেয়ে গেছে
আকাশের ওই কোনে।
দহন জ্বালা জ্বলছে বুকে
কেউ আসে না পাশে,
হিংসুটে সব মানুষ যত
অন্যের দুঃখে হাসে।
আসা-যাওয়া ভবের হাটে
যেতেই হবে ফিরে,
স্বপ্নগুলো যতই সাজাই
শুধুই তোমায় ঘিরে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।