ডেস্ক রিপোর্টঃ ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে আয়োজনের কমতি থাকে না ঢাকার অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকার বাসাবাড়ি, ক্লাব ও পাঁচ তারকা হোটেলগুলোতে। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে
না। ২০২৪ সালকে বরণ করে নিতে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
থার্টিফার্স্টের আয়োজনে ভিন্নতা থাকে পাঁচতারকা হোটেলে। বিশেষ করে ঢাকার খিলক্ষেতের ঢাকা রিজেন্সি ও লা মেরিডিয়ান হোটেলে ব্যতিক্রমী আয়োজনের চমক থাকে। এসব হোটেলের বলরুম ও রুফটপে থাকে নানা আয়োজন। দেশের নামকরা ডিজেরা মিলিত হয়ে ইংরেজি-বাংলা গানের পরিবেশন করেন। এসব হোটেলের বলরুমে লেজার লাইটের ঝলকানির সঙ্গে বিটের তালে তালে কেঁপে ওঠে চার দেয়াল। তরুণ-তরুণীর হাতে থাকে বিয়ারের ক্যান, মদের গ্লাস। ইংরেজি-বাংলা গানের তালে উন্মাতাল হয়ে সবাই একসঙ্গে বরণ করেন নতুন বছরকে। সন্ধ্যা থেকে এসব হোটেলে ভিড় বাড়তে থাকে।
আগে থেকেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে থার্টিফার্স্ট নাইটের বিভিন্ন আয়োজনের প্রচার-প্রচারণা চালায় ইভেন্ট কর্তৃপক্ষ। এক সপ্তাহ আগে থেকে শুরু হয় প্রবেশ টিকিটের বিক্রি। ৩ হাজার টাকা থেকে শুরু হয় এসব প্রবেশ টিকিটের মূল্য। আয়োজনে ভিন্নতা থাকায় অনেকের পক্ষে টিকিট পাওয়া সম্ভব হয় না। এসব হোটেলে দেশের নামকরা ডিজেরা এসে পরিবেশনা করেন। খেলাধুলার জগৎ থেকে শুরু করে শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সেখানে উপস্থিত হন। আর তাদেরকে সঙ্গ দেয়ার জন্য সেখানে রয়েছেন শতাধিক নারী। যারা টাকার বিনিময়ে ডিজে নাচের জন্য সঙ্গ দেন। হোটেল সোনারগাঁও, রেডিসন ব্লু, ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টালের মতো পাঁচ তারকা হোটেলে থার্টিফার্স্ট নাইট ঘিরে নানা আয়োজন থাকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও গোয়েন্দা) তানভীর মমতাজ মানবজমিনকে বলেন, প্রতি বছরের মতো এবারও মদের বার বন্ধের নির্দেশনা থাকবে। এছাড়া কোনো অসাধু ব্যবসায়ী থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে যদি তার ব্যবসা প্রসার করতে চায় তবে আমরা কঠোরভাবে ব্যবস্থা নেবো। ইতিমধ্যে প্রতিটি জেলা, ইউনিটগুলোতে বিশেষভাবে নির্দেশনা দেয়া হয়েছে। সার্বক্ষণিক মাঠ পর্যায়ের কর্মকর্তারা নজরদারি করবেন।
তবে পশ্চিমা দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে দেশে থার্টিফার্স্ট নাইটের আয়োজন ঘিরে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ এসব আয়োজনকে স্বাগত জানালেও এটির বিপক্ষে রয়েছেন অনেকে। দেশের সংস্কৃতির সঙ্গে এসব আয়োজন কোনোভাবেই যায় না বলে মনে করেন কেউ কেউ। আকাশ সংস্কৃতির প্রভাবের কারণে তরুণ-তরুণী, যুবক-যুবতীরা দেশের মূল সংস্কৃতির বাইরে গিয়ে আকাশ সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। এতে করে পহেলা বৈশাখসহ বাংলার ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা উৎসব আয়োজন থেকে তারা সরে যাচ্ছে।
সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. নেহাল করিম মানবজমিনকে বলেন, বাংলাদেশের ঘরে ঘরে এখন শিক্ষিতের সংখ্যা বাড়ছে। তবে কতটুকু শিক্ষিত হচ্ছে- সেটি জানি না। মানুষের কাছে এখন টাকা আছে। টাকা হলেই কিছু মানুষ এখন বিভিন্ন ক্লাবের সদস্য হয়, মদ খায়। হাতে টাকা আছে তাই কিছু একটা করতে হবে- এমন ভাবনা থেকেই তারাই থার্টিফার্স্ট নাইটের মতো আয়োজন করে। অথচ তারা পহেলা বৈশাখে জাঁকজমক কোনো আয়োজন করে না। থার্টিফার্স্টের আয়োজনের সঙ্গে বাঙালি সংস্কৃতি কোনোভাবেই যায় না। এটার আয়োজন অযৌক্তিক মনে হয়। তিনি বলেন, আমরা অনেক কিছুই অনুকরণ করি কিন্তু না বুঝেই অনুকরণ করি যার কোনো মাহাত্ম্য নাই। এজন্য আমরা হোঁচট খাচ্ছি। আকাশ সংস্কৃতির প্রভাবের কারণেই এ রকম হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম পশ্চিমা কালচারের দিকে এগুচ্ছে।
এদিকে প্রতি বছরের মতো এবার ডিএমপি’র নির্দেশনায় থার্টিফার্স্ট উদ্যাপনে বেশকিছু নিষেধাজ্ঞা আসছে। সম্প্রতি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ নিয়ে একটি নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনায় তিনি বলেছেন, আমি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে (১৮ই ডিসেম্বর) রাত ১২টা থেকে শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদ্যাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ওড়ানো, মশাল মিছিল ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করছি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’
তারকা হোটেলে যত আয়োজন: ঢাকা ওয়েস্টিন হোটেলের ফ্রন্ট ডেস্কের ইতি বলেন, আমাদের বলরুমে থার্টিফার্স্ট উপলক্ষে বিশেষ আয়োজন রয়েছে। সেখানে ডিজে পার্টি হবে। এন্ট্রি ফি ৩ হাজার টাকা। রাত ৮টা থেকে শুরু হয়ে আয়োজন চলবে মধ্যরাত পর্যন্ত। এই প্যাকেজের সঙ্গে কোনো ফুড বা অ্যালকোহল থাকছে না। তবে আমাদের এখানে অ্যালকোহল যথেষ্ট থাকবে। এছাড়াও আমাদের বিভিন্ন ভেন্যুস, বিভিন্ন রেস্টুরেন্ট আছে সেখান থেকে যেকোনো ফুডস কিনতে করতে পারবে। অলরেডি টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। আমাদের ওয়েস্টিনের ফ্রন্ট ডেস্ক থেকে ২৪ ঘণ্টা টিকিট সংগ্রহ করা যাবে। থার্টিফার্স্ট নাইট পর্যন্ত টিকিট বিক্রি চলবে। তবে টিকিটের একটা লিমিটেশন রয়েছে। তিনি বলেন, অন্যবারের মতো এবার কোনো কাপল প্যাকেজ রাখা হয়নি। এইবার সব সিঙ্গেল এন্ট্রি। তবে আমাদের রুম প্যাকেজটা এবারও রয়েছে। ডিজে পার্টির কোনো কাপল প্যাকেজ এই মুহূর্তে নেই। শুধু থার্টিফার্স্টের জন্য আমাদের রুম রেটে বিভিন্ন অফার রয়েছে। যদি বুধবারের মধ্যে কোনো দুইজন এডাল্ট পারসন রুম বুকিং করেন সেক্ষেত্রে দাম আসবে ১২ হাজার ৯৯৯ টাকা। ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে যদি রুম বুক করে থাকে সেক্ষেত্রে প্রাইস আসবে ১৪ হাজার ৯৯৯ টাকা। সেম রুম যদি থার্টিফার্স্টে বুক করে তাহলে প্রাইস আসবে ১৬ হাজার ৯৯৯ টাকা। এখানে শুধু রুম থাকবে কোনো ফুড নয়। এছাড়া থার্টিফার্স্টে থাকছে নিউইয়ার স্পেশাল ব্রান্স, ডিজে, থার্টিফার্স্ট ডিনার এছাড়া নিউইয়ার ডিনার রয়েছে। এটা আমাদের বুফে রেস্টুরেন্ট লেভেল-২ এ হবে। আমাদের ইনহাউজ গেস্টদের জন্য অন্য যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে ২০% ডিসকাউন্ট থাকছে। এই ডিজে পার্টিতে শুধু এন্ট্রি ফি দিয়ে যে কেউ অংশ নিতে পারবেন। গ্র্যান্ড বলরুমের লেভেল-১ ডিজে পার্টি হচ্ছে। ভবনের ২৩ তলায় ইতালিয়ান রেস্টুরেন্টে পেগোজি রেস্টুরেন্টে থাকছে স্পেশাল ডিনার।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের ইনস্ট্যান্ট সার্ভিস থেকে নূরজাহান বলেন, আমাদের সব রেস্টুরেন্টে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে। থার্টিফার্স্ট উপলক্ষে ইতিমধ্যে রুম বুকিং এবং রিজার্ভেশন শুরু হয়ে গেছে। যতক্ষণ সিট থাকবে ততক্ষণ বুকিং নেয়া হবে এবং আমাদের স্পেশালি সেলিব্রেশন থাকছে ভেন্যুতে। স্পেশাল ডিনার আছে, সঙ্গে থাকছে লাইভ ব্যান্ড ও ডিজে। ক্রিস্ট্যাল রুবি অ্যান্ড পার্লে রয়েছে স্পেশাল সেলিব্রেশন। সেলিব্রেশনে দু’জন গেস্টের জন্য রয়েছে ১০ হাজার টাকা এবং একজন গেস্টের জন্য ৬ হাজার টাকা। আর প্রত্যেকটি বুফে ডিনার ৮ হাজার ৫০০ টাকা। আমাদের এম্বারে হলো ফাইভ কোর্স মেন্যু জনপ্রতি ১২ হাজার টাকা। সেলিব্রেশন যেটা হবে সেটি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ২টা পর্যন্ত। আর বাকিগুলো সাড়ে ৭টা থেকে রাত ১টা পর্যন্ত।
হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও থেকে জানানো হয়, থার্টিফার্স্ট উপলক্ষে পুল ক্যাফে, ক্যাফে বাজারে রয়েছে বিশেষ আয়োজন। প্যাসিফিক এভিনিউতে রয়েছে ডিজে পার্টি। সঙ্গে থাকছে ডিনারের ব্যবস্থা। চলবে সন্ধ্যা ৬টা থেকে মাঝরাত পর্যন্ত। বুকিং ফি জনপ্রতি ৬ হাজার ৫০০ টাকা। ডিজে অনুষ্ঠান আনুমানিক রাত ১-২টা পর্যন্ত চলবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।