যশোরে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঈমাম হোসেন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে।
শনিবার (৯ মার্চ) জেলার শার্শা উপজেলার এ ঘটনা জানাজানি হয়। গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূর পরিবার জানিয়েছে, ওই দিন রাতে পরিবারের সবাই ওয়াজ মাহফিলে যায়। ওই গৃহবধূ অসুস্থ বোধ করায় তিনি ঘরের দরজা আটকে শুয়ে ছিল। এ সুযোগে ঈমাম হোসেন প্রথমে বাড়ির সামনের লাইট ভেঙে ফেলে, পরে ঘরের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় গৃহবধূর গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ইমাম।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনিরুজ্জামান বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ভুক্তভোগী নারী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।