খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সিরাজুল ইসলাম (বিপি-৮৬১১১৩৪০১৬) দায়িত্ব পালনকালে আকস্মিক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর ২০২৫ বিকেল ৪টার দিকে কর্তব্যরত অবস্থায় ওসি সিরাজুল ইসলাম হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে পরে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ নভেম্বর রাত ৭টা ২৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানান, তিনি ব্রেইন স্ট্রোকজনিত মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিলেন।
ওসি সিরাজুল ইসলাম ১৯৮৬ সালের ২ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১১ সালের ১ জুলাই তিনি বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ ১৪ বছর চার মাসের কর্মজীবনে তিনি যশোর, মাগুরা ও খুলনা জেলায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০২৪ সালের ২৯ আগস্ট থেকে মৃত্যুর দিন পর্যন্ত দাকোপ থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুতে খুলনা জেলা পুলিশের সকল কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। জেলা পুলিশ এক বিবৃতিতে বলেন, “মরহুম সিরাজুল ইসলামের মতো একজন পেশাদার, দায়িত্বশীল ও মানবিক পুলিশ কর্মকর্তাকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।