মো:আল আমিন গাজী,মুন্সিগঞ্জ প্রতিনিধি:ওয়ার্ডের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও যুব কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
(১১ আগষ্ট) সোমবার সিসিআরবি প্রকল্প অফিস প্রশিক্ষণ হল রুমে মুন্সিগঞ্জ ইউনিয়নের ২ নং এবং ৪ নং ওয়ার্ডের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও যুব কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম, ইউপি সদস্য ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজল কান্তি সরদার, সংরক্ষিত আসনের ইউপি সদস্য নীপা চক্রবর্ত্তী, ইউপি সদস্য পলাশী রানী, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন এবং ফ্রেন্ডশিপ সংস্থার এ এস ডি প্রকল্পের ব্যবস্থাপক জুয়েল হাসান, সিসিডিবি সংস্থা কর্তৃক পরিচালিত পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো- অর্ডিনেটর মি: সুজন বিশ্বাস এবং এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী। এছাড়া উপস্থিত ছিলেন সিসিআরবি প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষনের বিষয় বস্তু ছিলো- জলবায়ু পরিবর্তন সমস্যা, এ্র্যাডভোকেসি, নেটওয়ার্কিং, পরিকল্পনা এবং সু শাসন নিশ্চিত করা। প্রশিক্ষনের মাধ্যমে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যুব কমিটি সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় দুর্যোগ ঝুকিহ্রাস কর্ম পরিকল্পনা প্রনয়ণ, দুর্যোগ সংকেত প্রচার, জলবায়ু পরিবর্তজনিত সমস্যা মোকাবিলার জন্য প্রয়োজনীয় অভিযোজন কৌশল অবলম্বন করে একটি রেজিলিয়েন্স জনগোষ্ঠীতে রূপান্তরিত করা।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।