নিজিস্ব প্রতিনিধিঃ দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী এবং জিআর ও সিআর ওয়ারেন্টমূলে ১ জন মহিলাসহ ৭ জন আসামী মোট ৯ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৩/০৫/২০২৩ ইং তারিখ, এসআই শোভন দাস সংগীয় ফোর্সসহ দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের অর্ন্তগত পুস্পকাটি সরদারবাড়ী জামে মসজিদের সামনে পিচের রাস্তার উপর থেকে ২২ (বাইশ) পুরিয়া গাজাসহ আসামী বহেরা গ্রামের ইনতাজ আলীর ছেলে মফিজুল ঢালী (৩৫) ও খাসখামার গ্রামের মৃত বাহার আলীর ছেলে এফরাউল মোল্যা (৪৩) কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয় এবং ইং-০৪/০৫ তারিখ এসআই নকিবুল্লাহ, এসআই হাফিজুর রহমান, এসআই শোভন দাস, এসআই গিয়াস উদ্দিন ও এএসআই হুমায়ুন সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানা এলাকা থেকে পারী জারী ৩/২২ এর আসামী আমিরুল ইসলাম , জিআর ১৪৮/১৮ এর আসামী রাসেল সরদার বাবু (২০), নারী শিশু ৪৫১/২০ এর আসামী ইয়াছিন আরাফাত, জিআর ১২১/২১ (দেবহাটা) এর আসামী গোলাম মোস্তফা টুটুল ওরফে টুটুল, জিআর ১১৮/২২ (দেবঃ) এর আসামী গোলাম কিবরিয়া, নারী ও শিশু ৪৫১/২০ এর আসামী রোকেয়া বেগম, জিআর ১১৮/২১(দেবঃ) এর আসামী তরিকুল ইসলাম (৪১), সর্ব থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাদেরকে গ্রেফতার করে ইং-০৪/০৫/২৩ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।