ঐ মেয়েটা নাকি,
এঁদো গলির বস্তা পঁচা গন্ধ,
ভদ্র সমাজে তার,
প্রবেশ নাকি বন্ধ।
পাঁকের খেলায় তাকে নিয়ে মাতে যে সব পুরুষ,
ভোরের আলোয় তারাই সাজে সুশীল ভাল মানুষ।
অতই যদি তোমরা বাবু ভাল মানুষের পোকা,
গহীন রাতে তার দরজায় মার কেন ঠোকা।
উনুনে যখন চাল চলেনি,
জুটেনি অন্ন পানি,
তার জন্য তখন তো কেউ ফেলনি দুপাতা পানি।
জীবিকার খোঁজে যখন,গেল তোমাদের ধামে।
তোমরাই তাকে ছুঁড়ে দিলে,
নিষিদ্ধ পল্লীর গ্রামে।
তার প্রত্যাশিত কত বাসনার মৃত্যু হয় রোজ,
খসে যাওয়া তারাটির কেউ কি রাখে খোঁজ।
পুরুষ তোমার,পৌরুষের অহংকার,
সে ও কি ন্যায্য ছিল,
যখন তুমি এক পতিতার শরীর নিয়ে খেল।
আসলে আমরা,
শালীনতার ধ্বজাধারী ভদ্র সমাজের হায়না,
তাই তো এখনও নিষিদ্ধ পল্লীতে যাওয়া বন্ধ হয়না।
লোলুপ্ত বাসনায় উন্মুক্ত হয় তার পড়নের শাড়ি,
তবে পতিতা তকমার দায় কেন শুধু তারি?
নারী মাংসের স্বাদ নেয়া যদি বন্ধ হত,
ঐ দেবীদের আর্তনাদ আর শোনা না যেত।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।