শামীম হোসেন,পদ্মপুকুর শ্যামনগরঃ থেকেঃ দেশ যখন উন্নয়নের জোয়ারে বইছে ! তখন পদ্মপুকুর ইউনিয়নটি রয়েছে চরম অবহেলিত দুরাবস্থার। দেশের টাকায় যখন পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। মেট্রোরেল থেকে শুরু করে দেশে বড়ো বোড় মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ঠিক তখনই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা উপকূলীয় পদ্মপুকুর ইউনিয়নটির শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট রয়েছে অনুন্নত অবস্থা পনায়। ইউনিয়নের প্রতিটি সেক্টর উন্নয়নের বেলায় রয়েছে অন্ধকার জগতের ন্যায়। এ যেন দেখার কেউ নেই। ইতোমধ্যে দেখা গেছে
এই সুবিধা বঞ্চিত এলাকার একটা মুমূর্ষু প্রসূতি নারী বাচ্চা প্রসবের জন্য আদিম যুগের পদ্ধতিতে দোলনায় করে হাঁটু কাঁদা মাড়িয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।সরকারের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত তথা মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় হিসেবে পদ্মপুকুর ইউনিয়নে পাখিমারা খেয়াঘাট থেকে চৌদ্দরশি ব্রীজ পর্যন্ত প্রধান সড়কটি সংস্কার করার জোর দাবি অত্র ইউনিয়নবাসীর।
চৌদ্দরশি ব্রীজ দিয়ে গাবুরা ইউনিয়নের মানুষ ও পদ্মপুকুর ইউনিয়নের মানুষ এই প্রধান রাস্তা দিয়ে শ্যামনগর উপজেলা একমাত্র স্থল রাস্তা এটি। দুর্ভাগ্য জনক হলেও সত্য পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ রাস্তাটি দীর্ঘ ১১ বছর অধিক সময় পার হলেও রাস্তাটি চলাচলের জন্য মেরামতে কার্যকরী কোন ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকার মানুষেরা স্কুল-কলেজ বাজার ঘাট,ব্যবসা বাণিজ্য, উপজেলা, জেলা শহরে যাতয়াতের একমাত্র রাস্তা এটি।পাখিমারা খেয়াঘাট থেকে চৌদ্দরশি ব্রীজ পর্যন্ত মোট ১৪ কিলোমিটার তার ভিতরে ১১ কিলোমিটার মাটির রাস্তা অর্থাৎ কাদা পানিতে তলিয়ে যায়। প্রতিবছর এ সময় এ প্রধান রাস্তাটি ছয় মাস কাদা পানিতে তলিয়ে থাকে। বর্তমানে এখন রাস্তায় হাঁটু সমান কাঁদা ঠেলে মানুষ চলাচল করছে।ইউনিয়ন এবং পার্শ্ববর্তী দ্বীপ গাবুরা ইউনিয়নে একটি বড় অংশের যানবাহন চলাচলের যাতায়াতের একমাত্র এ রাস্তাটি।আসলে সব মিলিয়ে দুরবস্থা শেষ নেই।মহা প্রলয়কারী আইলার জলোচ্ছ্বাস আঘাতে এলাকায় অপুরনীয় ক্ষতি হয়। সেই সময়ে রাস্তটি বিলিন হয়ে যায়।সে সময়ে দীর্ঘ দিন এলাকা প্লাবিত ও রাস্তা ঘাট না থাকায় মানুষ নৌকা যোগে যাতায়াত করতো।পরবর্তীতে রাস্তটি মোটামুটি চলাচলের উপযোগী হলেও যখন বর্ষা মৌসুমে যাতায়াতের চরম দুর্ভোগে পড়তে হয়। এই অঞ্চলের অবহেলিত দুই ইউনিয়নের লাখো জনগোষ্ঠীর চলাচল ও অবহেলিত জনপদের অবকাঠামো উন্নয়ন তথা মানুষের দুরাবস্থা উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা অত্র এলাকার সচেতন এলাকাবাসী।এ পরিস্তিতিতে জন সাধারণের দুর্ভোগ লাঘবে অতি দ্রুত রাস্তা সংস্কারের দাবি ভুক্তভোগী এলাকাবসীর।উর্ধ্বাতন কর্মকর্তাদের নিকট আকুল আবেদন যেনো উক্ত রাস্তাটি দ্রুত সংস্কার দাবি জানাচ্ছি।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।