এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃবাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী শ্যামনগরে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় উপজেলা প্রেসক্লাবে চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক বাবু পরিমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্যামনগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, অনাথ চন্দ্র হালদার, তপন কুমার মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল সুশান্ত বিশ্বাস, প্রধান শিক্ষক পরিমল কর্মকার, কোষাধক্ষ্য কার্তিক দত্ত।
আরো উপস্থিত ছিলেন ব্রজেন্দ্রনাথ রায়,শ্রীনিবাস মন্ডল সহ সকল ইউনিয়নের সভাপতি সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
বক্তাগুল বলেন, আমার দাবি কোন সরকারের বিপক্ষে নয়, আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে আন্দোলন করে আসছি এখনো পর্যন্ত আমাদের দাবি পূরণ হয়নি তারের আলোকে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি গুলি যাতে বাস্তবায়ন হয় সেটাই আমাদের মূর্খতা দাবী।
বি: দ্র: প্রকাশিত সংবাদে কোন অভিযোগ ও লেখা পাঠাতে আমাদের ই-মেইলে যোগাযোগ করুন।